জগন্নাথপুরে ৩০ ঘণ্টা পরও মেলেনি সেই বৃদ্ধের খোঁজ
প্রকাশিত হয়েছে : ২:১৮:৩৯,অপরাহ্ন ২১ জানুয়ারি ২০২২
সুরমা নিউজ:
সুনামগঞ্জের জগন্নাথপুরে জুয়ার আসরে পুলিশ ধাওয়া দিলে নদীতে ঝাঁপ দেয় চার জুয়াড়ি। তিনজন সাঁতার কেটে পাড়ে উঠলেও নিখোঁজ রয়েছেন এক বৃদ্ধ।
বুধবার বিকেলে ঐ উপজেলার কুশিয়ারা নদীর তীরবর্তী লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ বৃদ্ধের নাম তাজ উদ্দিন। তিনি একই উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছে, রানীগঞ্জ ইউনিয়নের চার ব্যক্তি কুশিয়ারা নদীর পুরাতন লঞ্চঘাটে বসে জুয়া খেলছিল। ঐ সময় বাগময়না গ্রামে একটি মামলার তদন্তে যাচ্ছিল পুলিশ। তাদের দেখে জুয়া আসর থেকে চার জুয়াড়ি নদীতে ঝাঁপ দেয়। পরে সাঁতার কেটে তিনজন পাড়ে উঠলেও তাজউদ্দিন নিখোঁজ হন। ঐ ঘটনার ৩০ ঘণ্টা পরও তাকে খুঁজে পায়নি জগন্নাথপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতার স্বীকার করে বলেন, স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন নিখোঁজ ব্যক্তি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।