ওসমানীনগরে আ’লীগের ৭ বিদ্রোহী প্রার্থী বহিস্কার
প্রকাশিত হয়েছে : ২:১৩:০৪,অপরাহ্ন ২১ জানুয়ারি ২০২২
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেট জেলার ওসমানীনগর উপজেলায় দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহন করায় ৭ আওয়ামী লীগ নেতাকে বহিস্কার করেছে সিলেট জেলা আওয়ামী লীগ।
গতকাল বৃহস্পতিবার ( ২০ জানুয়ারী) জেলা আওয়ামী লীগ বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করে।
বহিস্কৃত প্রার্থীরা হলেন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্রোহী প্রার্থী অরুনোদয় পাল ঝলক, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ মতিন (গেদাই মিয়া), পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী চৌধুরী সুমন, বুরুঙ্গা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সমজুল হক আলকাছ, লন্ডন মহানগর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও বুরুঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সুরমান হোসাইন, তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী, উছমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য ময়নুল আজাদ ফারুক।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, দলীয় সিধান্তের বাহিরে গিয়ে উপরোক্ত ইউনিয়ন গুলোতে নৌকার মার্কার বিরুদ্ধে প্রার্থী হওয়ায় তাদেরকে দল থেকে বহিস্কার করা হলো।