রোহিঙ্গা ক্যাম্পে আবারো আগুন
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২২, ১২:৩৬ অপরাহ্ণ
কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর ক্যাম্পে আগুনে রোহিঙ্গাদের ২৯টি বসতঘর পুড়ে গেছে। তবে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
মঙ্গলবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে, সোমবার রাত ২টার দিকে ক্যাম্প-৫-এর ইরানী পাহাড় জি/২ ব্লক থেকে এ আগুন লাগে।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাঈমুল হক বলেন, আগুনে দুই ব্লকের ২৯টি ঘর পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। পরে বিস্তারিত জানা যাবে।
এর আগে, ৯ জানুয়ারি উখিয়ার শফিউল্লাহ কাটা নামের একটি শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে প্রায় ৬০০টি ঘর পুড়ে তিন হাজারের বেশি মানুষ আশ্রয় হারিয়েছে।
একইভাবে ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। এতে কেউ হতাহত না হলেও হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬টি কেবিন পুড়ে যায়।
এর আগে গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আরেকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ জন রোহিঙ্গার মৃত্যু হয়। আগুনে পুড়ে যায় ১০ হাজারের বেশি ঘর।