সিলেটে ফের থাবা বসাচ্ছে করোনা, আক্রান্ত ১৬৩
প্রকাশিত হয়েছে : ২:১২:৪৩,অপরাহ্ন ১৭ জানুয়ারি ২০২২
সুরমা নিউজ:
সিলেটে আবারো থাবা বসাচ্ছে করোনা। দিন যতই যাচ্ছে, ততই বাড়ছে করোনার প্রভাব। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে।গতকাল ১৪৮ জনের পর এবার একদিনে করোনা ১৬৩জন আক্রান্ত হয়েছেন।
সোমবার (১৭জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯৯৮টি নমুনা পরীক্ষায় ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৬৩ জনের মধ্যে সিলেট জেলায় ১২১ জন, সুনামগঞ্জে ৮ জন, হবিগঞ্জে ৮ জন এবং মৌলভীবাজার জেলায় ২৬ জন রয়েছেন।
এদিন সুস্থ হয়ে উঠেছেন ২৪ জন। তাদের মধ্যে সিলেট জেলার ৯ জন, হবিগঞ্জের ১৩ জন এবং মৌলভীবাজারের ২ জন।
এদিকে করোনা রোগীর বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় বিভাগে ৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তি রোগীদের সবাই সিলেট জেলার হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে বিভাগে ৩৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
তাদের মধ্যে সিলেট জেলার হাসপাতালে ৩১ জন, সুনামগঞ্জ ৩ জন, হবিগঞ্জে ১ জন এবং মৌলভীবাজারে ২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে এই সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।