করোনা আক্রান্ত খন্দকার মুক্তাদির
প্রকাশিত হয়েছে : ২:৫৭:১৯,অপরাহ্ন ১৫ জানুয়ারি ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির করোনা আক্রান্ত হয়েছেন।
শনিবার (১৫ জানুয়ারি) ডিপ্লোমেটিক এ রাজনৈতিক নেতার করোনা ধরা পড়ে। গত দুদিন আগে তিনি করোনা টেষ্ট করান। আজ তাঁর রিপোর্ট পজিটিভ আসে।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা যুবদলের আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিদ্দিকুর রহমান পাপলু।
তিনি জানান, গত কয়েকদিন থেকে খন্দকার আব্দুল মুক্তাদির মৃদু জ্বরে আক্রান্ত হয়েছিলেন। গতকাল করোনা টেষ্ট করালে তিনির রিপোর্ট পজিটিভ আছে। এখন তিনি বাসাতেই সেল্ফ আইসোলেশনে রয়েছেন। খন্দকার আব্দুল মুক্তাদিরের সুস্থতার জন্য তিনি সিলেটবাসীর কাছে দোয়া কামনা করেছেন।