ফুলতলী (র:) এর ঈসালে সাওয়াব, লক্ষ লক্ষ মানুষের পদভারে মুখরিত হবে বালাই হাওর
প্রকাশিত হয়েছে : ৮:৫৪:০১,অপরাহ্ন ১৪ জানুয়ারি ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন, রঈসুল কুররা ওয়াল মুফাসসিরীন, উস্তাযুল মুহাদ্দিসীন, সুলতানুল আরিফীন হযরত মাওলানা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ (র:) এর ১৪ তম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল শনিবার (১৫ জানুয়ারি)।
এ উপলক্ষে ১৫ জানুয়ারি (শনিবার) সকাল থেকে সিলেটের জকিগঞ্জস্থ ফুলতলী ছাহেব বাড়িতে খতমে কোরআন, জিকির আযকার, মিলাদ ও দোওয়া মাহফিল আয়জন করা হয়েছে। তবে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সরকারের নির্দেশনায় এবারের কর্মসুচী কিছুটা শিথিল করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
অন্যান্য বছর এ কর্মসুচীতে বিদেশ থেকে অনেক অতিথি এ অনুষ্ঠানে যোগদিতে ছুঠে আসলেও এবার বাংলাদেশ সহ আন্তর্জাতিক ভাবে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সরকারী বিধিনিষেধ থাকার কারনে দেশের বাহির থেকে কেউ এ অনুষ্ঠানে যোগ দিতে আসছেন না বলে জানা গেছে।
এ অনুষ্ঠানকে ঘিরে প্রতিবছর ব্যাপক আয়োজন, প্রচার প্রচারণা থাকলেও এবার হঠাৎ করে সারাদেশে সরকার জনসমাগমে বিধিনিষেধ আরোপ করায় এ আয়োজনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। যারা সেখানে স্বপ্রণোদিত হয়ে যাবেন তারা অবশ্যই সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ দায়িত্বে যাবেন, কেহই স্বাস্হ্যবিধি লঙ্গন করতে পারবেন না বলে জানিয়েছেন আয়োজক সংশ্লিষ্টরা।