সিলেটের ২ পুলিশ সুপার বদলি
প্রকাশিত হয়েছে : ৪:১৬:৪০,অপরাহ্ন ১৩ জানুয়ারি ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট রেঞ্জের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (১২ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস সই করা প্রজ্ঞাপনে বদলি করা হয় তাদের।
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ শহিদুর আলম খানকে পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) উপ-পরিচালক (পুলিশ সুপার) বেগম মাকসুদা আকতার খানমকে পুলিশ সুপার (টিআর) হিসেবে বদলি করা হয়েছে।