সিলেটে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হলেও অক্ষত পবিত্র কোরআন!
প্রকাশিত হয়েছে : ১১:২১:২৭,অপরাহ্ন ১২ জানুয়ারি ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের বালাগঞ্জে অগ্নিকাণ্ডে ২টি বসত ঘর পুড়ে ছাই হলেও সেখানে অক্ষত রয়েছে পবিত্র কোরআন শরীফ। সোমবার রাতে উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের বড়জমাত গ্রামে শিওরখালে দিলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেছেন পরিবারের লোকজন।
জানা যায়, সোমবার (১০ জানুয়ারি) রাতে বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের বড়জমাত গ্রামে শিওরখালে দিলু মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বসতঘরের দুটি বেড রুমের সকল আসবারপত্র, নগদ ৪ লাখ টাকাসহ প্রায় ১০ লাখ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পরে ওসমানীনগরের তাজপুর ফায়ার সার্ভিসের চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তালাবদ্ধ অবস্থায় পাকা টিনশেড ওই ঘরের ভিতরে আগুন লাগায় তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই আসবারপত্রসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মীরা বলেন, বসত ঘরের একটি কক্ষ থেকে প্রায় ৪ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
বাড়ির মালিক দিলু মিয়া জানান, এদিন রাতে বসত ঘর তালাবদ্ধ করে সিরাজপুর গ্রামে শশুরালয়ে বেড়াতে যান। রাতে ঘরে আগুন লাগার খবর পেয়ে এসে দেখেন ঘরের সব ক’টি কক্ষ ভস্মিভূত হয়ে গেছে। ঘরে প্রায় সাড়ে ৪ লাখ টাকা রাখা ছিল। আগুন নেভাতে সহযোগিতায় থাকা দমকল বাহিনীর সদস্যরা ৪০ হাজার টাকা অক্ষত অবস্থায় পেয়ে ফেরত দিয়েছেন। এছাড়া আসবারপত্র জামা কাপড় সব আগুনে ছাই হয়ে গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেন, আগুনে ঘরের সব ক’টি কক্ষ ভস্মিভূত হয়ে গেলেও এখানে অক্ষত রয়েছে পবিত্র কোরআন শরিফ। তিনি এটাকে ‘অলৌকিক’ ঘটনা হিসেবেই আখ্যায়িত করেন।