সিলেটে স্বর্ণ বলে পিতলের মূর্তি বিক্রি, প্রতারক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২২, ১২:২৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটে পিতলের মূর্তি স্বর্ণের বলে বিক্রির পর প্রতারক এখন শ্রীঘরে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হন প্রতারক মো. ইদ্রিস মিয়া।
ইদ্রিস মিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চকতিলক সাহারপাড়া গ্রামের বাসিন্দা। প্রতারণার অভিযোগে নগরীর পাঠানটুলা এলাকার বাসিন্দা রুবিনা বেগম নামের এক নারী ইদ্রিসের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, ইদ্রিস মিয়া প্রায় তিন মাস আগে রুবিনা বেগমের কাছে একটি পিতলের মূর্তি স্বর্ণের বলে বিক্রি করেন। এরপর ইদ্রিস গা-ঢাকা দেন। পরে রুবিনা আরেকজনকে ক্রেতা সাজিয়ে কৌশলে ইদ্রিসকে সোমবার দুপুরে নগরীর পাঠানটুলা এলাকার একটি বাসায় ডেকে আনেন এবং গোয়েন্দা পুলিশকে খবর দেন। পরে ইদ্রিসকে পুলিশ ওই বাসা থেকে গ্রেফতার করে।