একটি পদক্ষেপ বদলে দিলো গোটা চিত্র!
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২২, ৬:০৩ অপরাহ্ণ
রাস্তা নয় যেন মরন ফাঁদ, একটু বেখেয়ালী হলেই ঘটে দূঘর্টনা। অথচ এই রাস্তায় প্রতিদিন চলতে হয় শিশু শিক্ষার্থীসহ হাজারো মানুষকে। কুলাউড়া পৌর শহরের সবচেয়ে ব্যস্ততম এলাকা দক্ষিণ বাজার মূল সড়ক থেকে মাগুরা এলাকার যাওয়ার রাস্তাটি। এ পথেই উপজেলার সবচেয়ে বড় বিএইচ সরকারি প্রা: বিদ্যালয়সহ দুটি শিশু বিদ্যালয়। তার সাথে এ পথ দিয়ে যেতে হয় বিভিন্ন স্কুল, কলেজের শ’শ’ ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা অফিসগামী কর্মকর্তা কর্মচারীদের।
পাশেই সবচেয়ে বড় কাঁচা বাজার যেখানে হাজার হাজার লোকের নিত্য যাতায়াত। সেখানে মালবাহী ট্রাক দাড়িয়ে মাছ, সবজী, চাল ডালসহ নিত্য প্রয়োজনী জিনিস নামাচ্ছে। ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে প্রতিদিনই সকাল থেকে দুপুর পর্যন্ত তীব্র যানজটে নাকাল হতে হয় শ’ শ’ অফিসগামী লোকজন, স্কুল কলেজগামী ছাত্র ছাত্রী ও বাজারে আসা লোকজন। নানা প্রচেষ্ঠার পরও এই অসহনীয় দূর্ভোগ থেকে রক্ষা পাচ্ছেন না ভোক্তভোগী লোকজন তখন কুলাউড়া থানার ওসি ও ট্রাফিক বিভাগের একটি উদ্যোগ জনজীবনে কিছুটা স্বস্থি এনে দিয়েছে।
দক্ষিণ বাজার পয়েন্টে কর্মরত এটিএসআই ট্রাফিক মো: খলিলুর রহমান সোমবার ১০ জানুয়ারি দুপুরে এ প্রতিবেদককে জানালেন এ সড়কে যানজটমুক্ত হওয়ার প্রকৃত কারণ। তিনি বলেন, এ সড়কে দায়িত্ব পালন করতে গিয়ে আমাদেরকে প্রতিদিনই নাকাল হতে হতো। তাই বিষয়টি নিয়ে আমি থানার ওসি বিনয় ভুষণ রায় স্যার, ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান স্যার ও সার্জেন্ট সঞ্জয় দাশ এর কাছে ব্যস্ত এই সড়কটি সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত একমুখী করে দেয়ার প্রস্তাব দেই।
ওসি স্যার ও আমাদের ট্রাফিক বিভাগের স্যারেরা ৯জানুয়ারি থেকে রাস্তাটি দুপুর পর্যন্ত একমুখী করার অর্থাৎ শুধু যানবাহন বের হতে পারবে কিন্তু প্রবেশ করতে পারবেনা করার নির্দেশনা দেন। আমরা এ কার্যক্রম শুরু করে সুফল পেয়েছি। এসময় কোন পণ্যবাহী ট্রাক এ সড়কে লোড- আনলোড করতে দেয়া হচ্ছেনা। আর বিকল্প দুটি সড়কে প্রবেশে ব্যবস্থা দেয়া হয়েছে। এতে যানজটপূর্ণ রাস্তা অনেকটা জটমুক্ত হয়েছে। যার সুফল পাচ্ছেন সবাই।
জনস্বার্থ বিবেচনা করে সংশ্লিষ্ট বিভাগ একটি কার্যকর পদক্ষেপ নেয়ায় ভোক্তভোগী মানুষ অনেক উপকৃত হয়েছে। তাই এ প্রতিবেদকের মাধ্যমে থানা ও ট্রাফিক বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভোক্তভোগী এলাকাবাসী। সকলের প্রত্যাশা এভাবে প্রশাসন জনস্বার্থে প্রশাসন আরও নতুন নতুন পদক্ষেপ নিবেন।