কমলগঞ্জে নির্বাচনে বিজয়ী হয়েও আতঙ্কিত, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২২, ১১:৩২ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
ইউপি বিজয়ী হয়েও পরাজিত প্রার্থী ও তার কর্মীদের হামলার আতঙ্কে দিনযাপন করছেন নির্বাচিত মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মো. আব্দুল মতিন। গত শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের আতঙ্কের বিষয়টি তিনি জানান।
সংবাদ সম্মেলনে বিজয়ী ইউপি সদস্য মো. আব্দুল মতিন জানান, তিনি গত ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে কমলগঞ্জ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড থেকে তালা প্রতীক নিয়ে ৪৩৬ ভোটে সদস্য নির্বাচিত হন। নির্বাচনের ফলাফলের পর থেকে পরাজিত ইউপি সদস্য প্রার্থী সিলিং ফ্যান প্রতীকের মো. আব্দুল খালিক ও তার কর্মী সমর্থকরা তার সমর্থকদের বিভিন্নভাবে হুমকি ও মারধর করে।
নির্বাচনের আগেও তারা আমাকে ঠিকমতো প্রচার-প্রচারনা করতে দেয়নি। এমনকি আমার নির্বাচনী কার্যালয়ে বৈঠক পর্যন্ত করতে পারেননি। তারা সামনে দাড়িয়ে থাকতো। এছাড়া বিভিন্ন কর্মীদের কাছে তারা টাকা পায় বলে বেড়াচ্ছে। এমনকি টাকা না দিলে হাত পা ভেঙ্গে ফেলবে বলে হুমকি দিচ্ছে। তিনি আরো বলেন, গত ৫ বছর আগে এরাই আমাকে প্রানে মারার উদ্দেশ্যে হামলা করে। আমি দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ্য হই। আমি আমার পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত শুক্রবার তিনি কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন।
কমলগঞ্জ থানার উপ পরিদর্শক ও সদর ইউনিয়নের বিট কর্মকর্তা মো. হারুনুর রশিদ লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, গত শনিবার তিনি কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যানসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সবাইকে শান্ত থাকতে অনুরোধ করে বলেন, যাতে স্থানীয়ভাবে বিষয়টি নিস্পত্তি করা যায়। আর তা না হলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। সংবাদ সম্মেলনে কমলগঞ্জ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য সোলেমান হোসেন ভূট্রোসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।