কুলাউড়ায় ১৩ ইউপির মধ্যে ১২টিতে গেজেট প্রকাশ
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২২, ১১:২২ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :
কুলাউড়া সদর ইউনিয়নের পরাজিত এক প্রার্থীর রিটের প্রেক্ষিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় এই ইউনিয়ন ছাড়া বাকি ১২ ইউনিয়নের নবনির্বাচিতদের গেজেট রোববার (৯ জানুয়ারি) প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত গেজেটে উল্লেখ করা হয়েছে, মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-১২৪৩৩/২০২১ এ গত ১৩ ডিসেম্বর ২০২১ তারিখের আদেশে কুলাউড়া উপজেলার ৭নং কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রকাশিত গেজেটের কার্যকারিতা স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা আছে।
তাই এই অবস্থায় মাননীয় হাই কোর্টের আর কোনো স্থগিতাদেশ না থাকায় কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদ ব্যতিত অন্যান্য ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের শপথের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে রোববার বিকেলে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, নির্বাচন কমিশন থেকে চিঠি আমরা পেয়েছি। উক্ত চিঠির প্রেক্ষিতে ২-৩ দিনের মধ্যে আমরা সদর ইউনিয়ন ছাড়া উপজেলার বাকি ১২ ইউনিয়নের নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করতে পারবো।