বাঘ ভেবে তাড়া, শাবক রেখে পালাল মেছো বিড়াল
প্রকাশিত হয়েছে : ৫:০৭:৫০,অপরাহ্ন ০৯ জানুয়ারি ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাঘ ভেবে তাড়া করায় দুটি শাবক রেখে পালিয়েছে মা মেছো বিড়াল। পরে ওই দুটি শাবককে গর্ত থেকে উদ্ধার করেছেন স্থানীয়রা।
শনিবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার সারেকোনা গ্রামে কবরস্থানের গর্ত থেকে স্থানীয়রা শাবক দুটিকে উদ্ধার করেন। পরে পুলিশ ও বন কর্মীরা এসে পুনরায় শাবক দুটিকে আগের স্থানে রেখে দেয়।
জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় একটি মেছো বিড়াল রাজারবাজার ও রানীরকোট এলাকার ছয়জনকে কামড়ায়। এ ঘটনা স্থানীয় মসজিদের মাইকে জানানো হয়। প্রাণটিকে বাঘ উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে প্রচার হলে এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এরপর শুক্রবার সন্ধ্যা থেকে উপজেলার একাধিক স্থানে কয়েকশ মানুষ লাঠিসোটা নিয়ে প্রাণীটিকে মারতে বের হন। রাত আড়াইটা পর্যন্ত এটিকে মেরে ফেলার জন্য তাড়া করেছেন স্থানীয়রা। এ সময় তাড়া খেয়ে ভয়ে শাবক দুটিকে রেখে মা মেছো বিড়ালটি চলে গেছে।
শনিবার সন্ধ্যায় শাবক দুটির শব্দ শুনে স্থানীয়রা এগুলোকে ধরে আনেন। এলাকার কয়েকজন প্রথমে শাবকগুলোকে মেরে ফেলতে চেয়েছিলেন। পরে চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফসহ বন বিভাগের কর্মকর্তারা গিয়ে শাবকগুলো উদ্ধার করেন।
সাতছড়ি জাতীয় উদ্যান ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি আবুল কালাম আজাদ জানান, ধারণা করা হচ্ছে— শাবকগুলোর বয়স দুই থেকে তিন দিন হবে। বন্যপ্রাণী সেবা কেন্দ্রে আনলে এগুলোকে বাঁচানো সম্ভব হবে না। তাই পুনরায় আগের স্থানে রাখা হয়েছে।
রাতে যেন মা বিড়ালটি এসে শাবকগুলোকে নিয়ে যেতে পারে, এ জন্য লোকসমাগম না করতে সবাইকে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে বন্যপ্রাণী সংরক্ষণ সোসাইটি বাংলাদেশের প্রতিনিধি ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, বিড়ালটি মানুষের ওপর আক্রমণ করার কথা না। তার বাচ্চা ও নিজেকে বিপদগ্রস্ত মনে করে মানুষকে কামড়িয়েছে। শাবকগুলোকে আগের জায়গায় রেখে লোকসমাগম না করলেই সে বাচ্চাগুলোকে নিয়ে যেতে পারে। তা না হলে বাচ্চাগুলোকে বন্যপ্রাণী সেবা কেন্দ্রে নিয়ে যেতে হবে।