ওসমানীনগরে ইউপি নির্বাচন ঘিরে দেশে আসছেন প্রবাসীরা
প্রকাশিত হয়েছে : ৬:১৯:২৮,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০২২
ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ উপজেলার ৮টি ইউনিয়নে কয়েক শ প্রবাসী পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চাইতে দেশে আসছেন বলে জানা গেছে। ইতোমধ্যে স্বল্প সংখ্যক প্রবাসীরা দেশে অবস্থান করছেন। নিজ নিজ প্রার্থীর পক্ষে মাঠে কাজ ও ভোট প্রয়োগ করার জন্য অনেক প্রবাসী দেশে আসছেন। অনেকেই ফোনের মাধ্যমে নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোট চাইছেন। এবারের নির্বাচনে ৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রবাসীর সরব উপস্থিতি লক্ষ্য করা যাবে বলে ধারণা করা হচ্ছে। অনেকই নির্বাচনের আগ মুহূর্তে দেশে আসার জন্য বিমান টিকিট সংগ্রহ করে রেখেছেন বলে খবর পাওয়া গেছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রবাসীর সংখ্যা বৃদ্ধি পাবে এমনটাই ধারণা করছেন স্থানীয়রা।
নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ।
কে হবেন চেয়ারম্যান এনিয়ে এলাকার সাধারণ ভোটাদের মধ্যে কানাঘুষার পাশাপাশি প্রবাসীরা যুক্ত হচ্ছেন এ আলোচনায়। উপজেলার ৮টি ইউনিয়নে এখন নির্বাচনী আমেজ শুরু হয়েছে। যারাই নির্বাচনে অংশ গ্রহণ করেছেন তাদের অনেকের আত্মীয়-স্বজন প্রবাসে বসবাস করেন। নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করে নিজেদের প্রার্থীর বিজয় নিশ্চিত করার জন্য নেতাকর্মীদের পাশাপশি প্রবাসী আত্মীয়-স্বজনরাও দেশে আসতে শুরু করায় প্রবাসীদের মিলন-মেলায় রূপ নিতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সমাজসেবী গৌছ মিয়া জানান, নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির সাথে যুক্ত থাকা প্রবাসীদের মধ্যে অনেকেই দেশে এসে আত্মীয়-স্বজনদের সাথে সময় কাটানোর পাশাপাশি নিজ নিজ প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এ উপজেলা প্রবাসী অধ্যুষিত হওয়ায় যেকোনো নির্বাচনেই প্রবাসীদের দেশে অবস্থান করতে দেখা যায়।
উল্লেখ্য, ষষ্ঠ ধাপে ওসমানীনগর উপজেলার ৮টি ইউপিতে ভোট গ্রহণ হবে ৩১ জানুয়ারি ২০২২। ওসমানীনগরের সবগুলো ইউপিতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৮টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডের ৭৮টি ভোট কেন্দ্রে ৪২৯টি বুথে ৭৪ হাজার ৫৩৪ পুরুষ ও ৭২ হাজার ১৭০ জন নারীসহ মোট ১ লক্ষ ৪৬ হাজর ৭০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।