মিশিগানে ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি কামরুল হাসান
প্রকাশিত হয়েছে : ১১:৪০:৫২,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০২২
সাহেল আহমদ, যুক্তরাষ্ট্র (মিশিগান) থেকে :
মিশিগানে ডেপুটি মেয়র (মেয়র প্রো-টেম) নির্বাচিত হয়েছেন হ্যামট্রামেক সিটির তিনবারের নির্বাচিত কাউন্সিলম্যান বাংলাদেশি বংশোদ্ভূত কামরুল হাসান। আলোচনার শীর্ষে থাকা কামরুল হাসান মঙ্গলবার (৪ জানুয়ারি) সিটি কাউন্সিলের সভায় একচেটিয়া সকল কাউন্সিলম্যানদের সরাসরি ভোটে ডেপুটি মেয়র নির্বাচিত হন।
ডেপুটি মেয়র কামরুল হাসানের এমন সফলতায় বাংলাদেশি কমিউনিটির অনেকেই জড়ো হয়ে আনন্দ-উল্লাস করেন। ভিনদেশের শহরে স্বদেশীদের এমন বিজয়কে প্রবাসীরা সৌভাগ্যের এবং ভবিষ্যতের জন্য ইতিবাচক বলে মনে করেন।
বাংলাদেশি বংশোদ্ভূত কামরুল হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তাঁর পৈত্তিক নিবাস চট্টগামের চন্দনাইশ উপজেলার মোহাম্মদপুর গ্রামে। ২০০৯ সালে প্রথম হ্যামট্রামেক সিটির কাউন্সিলর পদে নির্বাচনে বাজিমাত দেখান কামরুল হাসান। শুধু বাংলাদেশিই নয়, ইয়েমেনী ও আমেরিকান জনগোষ্ঠীর কাছে জনপ্রিয় এই বাঙালি হ্যামট্রামেক সিটির তিনবারের নির্বাচিত কাউন্সিলম্যান পদে আজ অব্দি দায়িত্ব পালন করছেন। গত মঙ্গলবার কাউন্সিলম্যানদের প্রত্যক্ষ ভোটে সিটির ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় তাঁর অর্জনের ঝুলিতে জমেছে আরেক সাফল্য।
এর আগে বাংলা টাউনখ্যাত এই হ্যামট্রাম্যাক সিটিতে ১৯৯৮ সালে ডেপুটি মেয়র’র দায়িত্ব পালন করেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি কাউন্সিলম্যান সাহাব আহমেদ সুমিন। তাছাড়া আরেক কাউন্সিলম্যান এনাম মিয়া হ্যামট্রাম্যাক সিটিতে ডেপুটি মেয়র’র দায়িত্ব পালন করে গেছেন বলে জানা যায়।
অন্যদিকে গত ২ জানুয়ারি হ্যামট্রাম্যাকের একশো বছরের ইতিহাস ভেঙ্গে আমেরিকায় নতুন এক ইতিহাস গড়েছেন নির্বাচিত মেয়র ও কাউন্সিলম্যানরা। গত নভেম্বর মাসের প্রথম সপ্তাহে সিটি কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। গত রবিবার (২ জানুয়ারি) শপথের মাধ্যমে শাসনভার গ্রহণ করেন নির্বাচিত সকল মুসলিম মেয়র ও কাউন্সিলম্যানরা। সেখানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম হিসেবে শহরটির মেয়র নির্বাচিত হন ইয়েমেনি বংশোদ্ভূত আমির গালিব। তাছাড়া সিটিতে কাউন্সিলম্যান হিসেবে যারা নবনির্বাচিত হয়েছেন তারা সবাই মুসলমান। এর মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত কামরুল হাসান ও নাঈম চৌধুরী কাউন্সিলম্যান হিসেবে আগে থেকে দায়িত্বে রয়েছেন। সবমিলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে মিশিগান রাজ্যের হ্যামট্রামেক প্রথম মুসলিম পরিচালনাধীন শহর হিসেবে স্থান করে নিয়েছে।