মৌলভীবাজারে ৭ দিন ব্যাপী বিজয় উৎসবের সমাপ্তি
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২২, ৪:০৬ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজিত সাতদিন ব্যাপী বিজয় উৎসব এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
সমাপনী অনুষ্ঠানে উৎসব আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে জেলা প্রশাসনের পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।