কুলাউড়ায় ফের বাড়ছে সংক্রমণ
প্রকাশিত হয়েছে : ৭:২৮:০৩,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০২২
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের কুলাউড়ায় আবারও ৫ জনের শরীরে কোভিড-১৯ করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছেন।
বুধবার (৫ জানুয়ারি) রাতে তাদের পজিটিভ রিপোর্ট হাসপাতালে পৌঁছায় বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়। পজিটিভ রোগীদের ৫ জনের মধ্যে ৪ জন একটি বেসরকারি অফিসের কর্মকর্তা, অপরজন ১ জন ব্যবসায়ী।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আক্তারুজ্জামান জানান, করোনা আক্রান্ত ৫ জন গত ৩ জানুয়ারি কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল দিয়েছিলেন। স্যাম্পল দেয়ার ২ দিন পর বুধবার রাতে ৫ জনেরই রিপোর্ট পজিটিভ আসে।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ করোনাক্রান্তদের বাড়ি লকডাউন করে তাদের নিজ বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন।