শ্রীমঙ্গল ইউপি নির্বাচন: নৌকা ৬টিতে ও ৩ টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২২, ২:৪৩ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পঞ্চম ধাপের (৫ জানুয়ারী) ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ৬ ও স্বতন্ত্র প্রার্থী (ঘাড়া) প্রতীকের ৩ প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
এদের মধ্যে ১ নং মির্জাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) প্রতীক নিয়ে মো. মিছলু আহমেদ চৌধুরী, ২ নং ভুনবীর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) প্রতীক মো. আব্দুর রশীদ তালুকদার, ৩ নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) প্রতীক মো. দুদু মিয়া, ৪ নং সিন্দুরখাঁন ইউনিয়নে স্বতন্ত্র (ঘোড়া) প্রতীক মো. ইয়াছিন আরাফাত রবীন, ৫ নং কালাপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতলিব, ৬ নং আশিদ্রোন ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীক রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, ৭ নং রাজঘাট ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা) প্রতীক বিজয় বুনার্জী, ৮ নং কালিঘাট ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী প্রাণেশ গোয়ালা ও ৯ নং সাতগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা) দেবাশীষ দেব রাকু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন, সাধারণ সদস্য পদে ৩৮৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২৮ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২লক্ষ ১৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার একলক্ষ ৮ হাজার ১৬৭ জন ও নারী ভোটার ছিলেন একলক্ষ ৫ হাজার ৮৭৬ জন।