লাখাইয়ে সড়ক দূর্ঘটনায় আহত ৩
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২২, ১১:২০ অপরাহ্ণ
সূর্য্য রায়, লাখাই প্রতিনিধিঃ
হবিগঞ্জের লাখাই উপজেলার লাখাই -নাসিরনগর- সরাইল আঞ্চলিক মহাসড়কের জিরুন্ডা নামক স্থানে সড়ক দূর্ঘটনায় ৩ জন আহতের ঘটনা ঘটেছে ।
বুধবার (৫জানুয়ারী) সকাল ৮ টায় পাওয়ার টিলারের সাথে সিএনজির সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, বুল্লা বাজার থেকে যাত্রীবাহী সিএনজি মোড়াকরির উদ্দেশ্যে রওয়ানা দিলে পথিমধ্যে জিরুন্ডা গ্রামের প্রবেশদ্বারে পৌঁছলে পিছন দিক থেকে একটি পাওয়ার টিলার অপর একটি টমটমকে ওভারটেক করতে গিয়ে পিছন থাকা সিএনজির সাথে সংঘর্ষ হয়।
এই ঘটনায় সিএনজিচালক মাজ্জুন মিয়া (৪০) এবং সিএনজির দুই যাত্রী ফখরুল মিয়া (২২) সৃষ্টি আক্তার(৮)আহত হন।আহত যাত্রী দুইজন পূর্ব বুল্লা গ্রামের বাসিন্দা।
পথচারীরা তাদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে ভর্তি করে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। তবে সিএনজিচালক মাজ্জুনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে লাখাই থানা পুলিশ সিএনজি, পাওয়ার টিলার ও টমটম জব্দ করে থানায় নিয়ে আসে।
লাখাই থানার ডিউটি অফিসার মিঠুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দুর্ঘটনার কারনে গাড়ী ৩টি আটক করে থানায় নিয়ে এসেছি।তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।