শ্রীমঙ্গলের নয়টি ইউনিয়নে নির্বাচিত হয়েছেন তিনজন স্বতন্ত্র ও ছয়জন আওয়ামী লীগ প্রার্থী
প্রকাশিত হয়েছে : ১১:১৩:৩৭,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০২২
শ্রীমঙ্গল প্রতিনিধি:
৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নে বুধবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে ঘুরে দেখা যায় অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে।
শ্রীমঙ্গলে বেসরকারি ভাবে নির্বাচিত যারা
৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে শ্রীমঙ্গল উপজেলায় ৯টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ১নং মির্জাপুর ইউনিয়নে মিজলু আহমদ চৌধুরী ঘোড়া প্রতীক নিয়ে, ২নং ভূনবীর ইউনিয়নে মো. আব্দুর রশীদ নৌকা প্রতীক নিয়ে, ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নে মো. দুদু মিয়া ঘোড়া প্রতীক নিয়ে, ৪নং সিন্দুরখান ইউনিয়নে ইয়াছিন আরাফাত রবিন ঘোড়া প্রতীক নিয়ে, ৫ নং কালাপুর ইউনিয়নে এম এ মতলিব নৌকা প্রতীক নিয়ে, ৬নং আশিদ্রোন ইউনিয়নে রনেন্দ্রপ্রসাদ বর্ধন জহর নৌকা প্রতীক নিয়ে, ৭নং রাজপাট ইউনিয়নে বিজয় বুনার্জী (নৌকা), ৮নং কালীঘাট ইউনিয়নে প্রানেশ গোয়ালা নৌকা প্রতীক নিয়ে, ৯নং সাতগাঁও ইউনিয়নে দেবাশীষ দেব রাখুন নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।