১০ বছরের শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২২, ৩:৪৮ অপরাহ্ণ
চট্টগ্রামের খুলশীতে হাত-পা বেঁধে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. মোতালেব নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে কোতোয়ালি থানার রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২ জানুয়ারি চট্টগ্রাম নগরীর খুলশী থানার জালালাবাদ এলাকায় মো. মোতালেব ১০ বছরের এক শিশুকে বাড়িতে একা পেয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে। ঐ ঘটনায় ৪ জানুয়ারি শিশুটির মা খুলশী থানায় মামলা করেন। পরে ধর্ষককে গ্রেফতারে নজরদারি চালায় র্যাব। এক পর্যায় কোতোয়ালি থানাধীন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে মোতালেবকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার জানান, জিজ্ঞাসাবাদে মোতালেব ধর্ষণের কথা স্বীকার করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।