মিশিগান টাইগার্স ইয়ুথ স্পোর্টস ক্লাব’র ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২:৫৯:০১,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০২২
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শনিবার নতুন বছরের নতুন দিনে সকাল সাড়ে ১১টা থেকে দিনব্যাপী এ আসরের খেলা অনুষ্ঠিত হয়। মিশিগান টাইগার্স ইয়ুথ স্পোর্টস ক্লাব আয়োজিত ২৪ দলের অংশগ্রহণের এই টুর্নামেন্ট ওয়ারেনের এথলেটিক স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়।
একদিনব্যাপী ব্যাডমিন্টন লড়াইয়ের টুর্নামেন্টটিতে ৪টি গ্রুপে বিভক্ত হয়ে প্রিমিয়ার-ফার্স্ট -সেকেন্ড ডিভিশন পদ্ধতিতে খেলা সম্পন্ন হয়। টুর্নামেন্টের প্রিমিয়ার ডিভিশনে চ্যাম্পিয়ন হয় রায়হান-সজীব এবং রানার্সআপ সাব্বির-রেজওয়ান। ফার্স্ট ডিভিশনে চ্যাম্পিয়ন লিমন-সাহরিয়ার, রানার্সআপ সামছুর-খালেদ। সেকেন্ড ডিভিশনে চ্যাম্পিয়ন মকসুদ-আনওয়ার, রানার্স আপ সাব্বির-হুমায়ুন।
বেশ উন্মাদনা-উত্তেজনায় পুরোদিনব্যাপী আয়োজিত এ খেলা উপভোগ করেন আগত শত অথিতিরা। রাত ১০টায় টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে। খেলা শেষে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় টুর্নামেন্টের প্রিমিয়ার-ফার্স্ট -সেকেন্ড ডিভিশনের চ্যাম্পিয়ন ও রানার্স আপ জুটির হাতে তুলে দেয়া হয় আকর্ষণীয় ট্রপিসহ ম্যাচ সেরা পুরস্কার।
টুর্নামেন্ট চলাকালীন সময়ে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী ছাড়াও ওয়ারেন সিটির কাউন্সিল প্রেসিডেন্ট প্যাট্রিক গ্রিন, কাউন্সিলম্যান জনাথান লেফাট্রি, রন পেপান্ড্রা উপস্থিত ছিলেন। এ সময় মিশিগান টাইগার্স ইয়ুথ স্পোর্টস ক্লাবের কর্ণধার দেলওয়ার আনসার ওয়ারেন কমিউনিটি সেন্টারে ব্যাডমিন্টন কোর্ট, ক্রিকেট পিচ, ভলিবল কোর্ট নির্মাণের জন্য কাউন্সিলম্যানদের কাছে দাবি তুলেন।
এর আগে বিদায়ী বছরে মিশিগান টাইগার্স ইয়ুথ স্পোর্টস ক্লাব একদিনব্যাপী ইয়ুথ ক্রিকেট, ফুটবল(সকার), ভলিবল টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করে।