টাইগারদের ঐতিহাসিক জয়ে এবাদতকে স্যালুট জানাল অন্য দুই সিলেটি পেসার
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২২, ১২:৫৮ অপরাহ্ণ
উইকেট শিকারের পর সৈনিকদের মতো স্যালুট দিয়ে উদযাপন করেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচেও এমন উদযাপনে মেতেছেন তিনি। বাংলাদেশ বিমানবাহিনীর একজন সৈনিক হওয়ায় দারুণভাবে স্যালুট দিতে পারেন তিনি। জয়ের নায়ককে স্যালুট জানাল সিলেটের অন্য দুই পেসার খালিদ আহমেদ ও আবু জায়েদ রাহি।
ম্যাচ শেষে এবাদতকে মাঝখানে দাঁড় করিয়ে স্যালুট জানান খালিদ ও রাহি। খালেদ আহমেদের সৌজন্যে সেই ছবিটি আপলোড করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। ক্যাপশনে লিখেছে, ‘স্যালুট ভাই’।
স্যালুট এবাদতের প্রাপ্যই। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে কী বোলিংটাই না করেছেন তিনি। ৭ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরাও । এবাদত, খালেদ, রাহি তিনজনের বাড়িই সিলেটে।