নাদেল ও নাসিরে যে প্রশ্নের উত্তর মিললো ছাত্রলীগে
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২২, ১২:০৬ পূর্বাহ্ণ
ওয়েছ খছরু:
নাদেল ও নাসির। সিলেট ছাত্রলীগের সাবেক উজ্জ্বল দুই নাম। এক সঙ্গেই করেছেন ছাত্রলীগের রাজনীতি। একই কমিটির সভাপতি ছিলেন শফিউল আলম চৌধুরী নাদেল ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান। দু’জনের রাজনীতিও পিঠাপিঠি। বর্তমানে নাদেল আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক ও নাসির সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সিলেটের রাজনীতিতে প্রভাব আছে দু’জনেরই। কেউ কারও চেয়ে কম নয়।
ফলে আধিপত্য নিয়ে আছে মনস্তাত্ত্বিক লড়াইও। সিলেট ছাত্রলীগের বড় অংশের নেতা দু’জনই। চার বছর পর কয়েক মাস আগে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। ওই কমিটি গঠন নিয়ে সিলেটে হয়েছে নানা নাটকীয়তা। রাজপথে হয়েছে আন্দোলন। সব নাটকীয়তার ইতি ঘটিয়ে ছাত্রলীগকে বরণ করে নিয়েছিলেন সিলেট আওয়ামী লীগের নেতারা। বরণ করলেও আনুষ্ঠানিকতা ছিল বাকি। এ কারণে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলে গেল অনেক প্রশ্নের উত্তরও। সিলেট জেলা ছাত্রলীগের কর্মসূচিতে নাসির ও মহানগর ছাত্রলীগের কর্মসূচিতে শফিউল আলম চৌধুরী নাদেল ছিলেন সরব। আর অভিমান ভুলে ছাত্রলীগের অন্যতম শক্তিধর তেলীহাওর গ্রুপের নেতা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজকে নিয়ে দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি করলেন নাসির উদ্দিন খান। সিলেট আওয়ামী লীগের জেলার নেতারা জেলায় ও মহানগরের নেতারা মহানগরের কর্মসূচিতে অংশ নিয়েছেন। শুরুটা হয় মধ্যরাতে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। রাতের প্রথম প্রহরে সিলেট মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের আয়োজন করা হয়। আর এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তার বামপাশেই ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিধান কুমার সাহা। মহানগর ছাত্রলীগের এই কর্মসূচিতে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাঈম হাসানকে নিয়ে কেক কাটলেন শফিউল আলম চৌধুরী নাদেল। প্রধান অতিথির বক্তব্যে নাদেল বলেন- আগামী দিনে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রাজপথে অগ্রণী ভূমিকা রাখবে এবং শেখ হাসিনার নেতৃত্বে ও দিকনির্দেশনায় কাজ করে গেলে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন থাকবে। এ ছাড়া, যুক্তরাজ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সিলেট জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রণজিৎ সরকার, যুক্তরাজ্য আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উজ জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী উপস্থিত ছিলেন। মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে গতকাল বিকালে সিলেট নগরীতে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বের করা হয়। এতে সিলেট আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। এদিকে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেট জেলা ছাত্রলীগের পক্ষ থেকে দুপুরে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার এই র্যালিতে উপস্থিত ছিলেন।
এ ছাড়া, জেলার সহ-সভাপতি ও সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকিরও ছিলেন র্যালিতে উপস্থিত। সিলেট ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক রাহেল সিরাজকে মান অভিমান ভুলে কাছে টানলেও তাকে নিয়ে কখনো প্রকাশ্য কর্মসূচিতে একীভূত হননি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান। অবশেষে গতকাল এলো সেই মাহেন্দ্রক্ষণ। নিজের হাতে গড়ে তোলা ছাত্রনেতা রাহেল সিরাজকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি করলেন। আর ওই র্যালিতে এডভোকেট রঞ্জিত সরকারের পাশে ছিলেন তার হাতে গড়া ছাত্রনেতা জেলার সভাপতি নাজমুল ইসলাম। প্রকাশ্য এই প্রথম নাজমুল ও রাহেল জেলার নেতাদের সঙ্গে নিয়ে কর্মসূচি পালন করলেন। আর এতে উচ্ছ্বসিত ছিলেন ছাত্রলীগের উপস্থিত হওয়া সব বলয়ের নেতারাও। জেলা ছাত্রলীগের র্যালি নগরবাসীর নজর কেড়েছে। ওই র্যালিটি নগর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
জেলা ছাত্রলীগের নেতারা জানিয়েছেন, জেলা আওয়ামী লীগের নেতাদের উপস্থিতি ও নেতৃত্ব সিলেট জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিকে বর্ণিল করে তুলেছে। তাদের নেতৃত্বেই সিলেট আওয়ামী পরিবার ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যাচ্ছে। আর সিলেটের ছাত্রলীগও ওই পরিবারের গর্বিত সদস্য হিসেবে এগিয়ে চলছে।
জেলা ছাত্রলীগের নেতারা জানিয়েছেন, রাতের প্রথম প্রহরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে তারা প্রতিষ্ঠাতা বার্ষিকীর কেক কাটেন। এতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ছাড়াও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার-উজ-জামান চৌধুরী সহ সিলেটের নেতারা উপস্থিত ছিলেন।