মৌলভীবাজার ও কুলাউড়া পৌরসভার উদ্যোগে মশক নিধন কার্যক্রম শুরু
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২২, ৩:৩৬ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শহর এলাকায় মশক নিধন কর্মসূচী শুরু করেন। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে শহরের ম্যাজিস্ট্রেট কলোনিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্নব মালাকার, প্যানেল মেয়র নাহিদ হোসেন, কাউন্সিলর ফয়ছল আহমদ, সৈয়দ সেলিম হক, সালেহ আহমদ পাপ্পু, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরসহ সুধীবৃন্দ।
এসময় মেয়র ফজলুর রহমান নাগরিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিজ আঙিনাটুকু পরিষ্কার রাখুন। নিজ আঙিনায় যাতে মশা বংশ বিস্তার না করতে পারে তার জন্য পরিষ্কার রাখুন। ডাবের খোসা, প্লাস্টিকের কেইন, দই বাটিতে যাতে পানি না থাকে। এগুলো নিজেরা ধ্বংস করুন, নাহলে পৌরসভাকে খবর দিন। আমরা সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবো।
প্রধান অতিথি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, আমাদের মেয়র নগরকে সুন্দর করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন উদ্ভাবনী পদক্ষেপ গ্রহন করেন। অবকাঠামোগত নয় শুধু নাগরিক সেবাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে কাজ করছেন। এছাড়া পৌরসভাতো শুরু করলো। আমরা পৌরসভার সকল নাগরিককে অনুরোধ করবো যার যার পক্ষ থেকে এই মশক নিধনে কাজ করবেন।
অপর দিকে, কুলাউড়া পৌরসভা মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ পৌর এলাকায় রোববার মশক নিধন কর্মসূচী শুরু করেছেন। সোমবার পৌরসভার ৪নং ওয়ার্ডে পৌর সভার মশক নিধন কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ওষধ ছিটিয়েছে। পৌরসভা মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ বলেন, প্রতিটি পৌর নাগরিক নিজ বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখলে মশা বংশ বিস্তার অনেক কমে যাবে। এজন্য তিনি সবার সহযোগিতা চান।