সিলেটে জয়বাংলা শ্লোগান নিষিদ্ধ ঘোষণা বিএনপি নেতার
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২২, ৯:৩২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের আলমপুরের জয় বাংলা শ্লোগান নিষিদ্ধ ঘোষণা করেছেন বিএনপি নেতা আবুল হাসনাত।
শনিবার (১ জানুয়াারি ) সকালে আলমপুরের জান আলী শাহ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শ্লোগান নিষিদ্ধের ঘটনাটি ঘটে। এতে গোটা এলাকায় বিরূপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহার না করলে রাষ্ট্রদ্রোহী মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, সরকারি এই বিদ্যালয়ে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো বই বিতরণের আয়োজন করা হয়।
সভার এক পর্যায়ে বক্তব্য দিতে মঞ্চে উঠেন জেলা কৃষক লীগ নেতা শামীম কবীর। তিনি প্রায় পাঁচ মিনিট বক্তব্য রাখেন।
‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ বলে তিনি বক্তব্য শেষ করতে যাচ্ছিলেন যখন তখন মারমুখী হয়ে উঠেন বিএনপি নেতা আবুল হাসনাত।
তিনি অশ্লীল ভাষায় শামীম কবীরকে গালিগালাজ শুরু করেন। এ সময় আবুল হাসনাত শামীম কবীরকে বলেন, এটা আলমপুর, এখানে বঙ্গবন্ধু খায়না।
পরে আবুল হাসনাতকে নিবৃত্ত করেন মঞ্চে বসা অতিথিরা। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন।
এই অবস্থায় অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
পরে এই ঘটনা জানাজানি হলে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসমূহের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছি।
আওয়ামী ঘরানার নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে হাসনাতের বক্তব্য প্রত্যাহারের আহŸান জানিয়েছেন। কেউ কেউ রাষ্ট্রদ্রোহিতার মামালার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছে একাধিক সূত্র।
তাছাড়া হাসনাত জান আলী শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য। তার সেই সদস্যপদ বাতিলেরও দাবি উঠছে অত্যন্ত জোরালোভাবে।
এ ব্যাপারে আলাপকালে কুচাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা কৃষকলীগ নেতা শামীম কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আবুল হাসনাতের বক্তব্য জানতে তার মোবাইল নম্বরে কল দিলে তার ছোট ভাই নজমুল পরিচয় দিয়ে একজন জানান, তিনি মোবাইল রেখে বাইরে। তার সাথে আলাপ করা সম্ভব নয়। বাসায় ফিরতে অনেক দেরী হবে বলেও জানান তিনি।