ওসমানীনগরে নৌকার মাঝি হলেন যারা
প্রকাশিত হয়েছে : ১১:০৪:৫২,অপরাহ্ন ০১ জানুয়ারি ২০২২
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগর উপজেলায় ষষ্ঠ ধাপে ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৩ জানুয়ারি। তফসিল ঘোষণার পর থেকে দলীয় প্রতীক নৌকা পেতে ৮টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা কেন্দ্রে দৌড়ঝাঁপ শুরু করেন। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ শনিবার (১ জানুয়ারি ) রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোয়নের বোর্ডের সভা শেষে নৌকা প্রতিকের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
ওসমানীনগর উপজেলার ৮ ইউনিয়নে নৌকার মাঝি যারাঃ
উমরপুর ইউনিয়ন: বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া, গোয়ালাবাজার ইউনিয়ন: ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান পীর মজনু মিয়া, সাদিপুর ইউনিয়ন: যুক্তরাজ্য সাসেক্স যুবলীগের সভাপতি সায়েদ আহমদ মোছা, বুরুঙ্গা ইউনিয়ন: যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আখলাকুর রহমান, দয়ামীর ইউনিয়ন: দয়ামীর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিরন মিয়া, তাজপুর ইউনিয়ন: তাজপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি ফয়সল হোসেন সুমন, উসমানপুর ইউনিয়ন: সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালি উল্লাহ বদরুল, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন: যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান।
দলের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।