গোলাপগঞ্জের দক্ষিণ রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২২, ৯:৪৪ অপরাহ্ণ
গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকালে করোনাকালিন স্বাস্থ্যবিধি মেনে এ বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
বই বিতরণের আগে বিদ্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়তী রানী চন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সেলিম আহমদ।
সভায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে তাদেরকে করোনাকালিন স্বাস্থ্যবিধি সম্পর্কে অবগত করা হয়, এবং সরকার নির্দেশিত সূচি অনুযায়ী পাঠক্রম পরিচালনার কথা জানানো হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য হাফিজ উদ্দিন লিঠন, সায়েলা বেগম, সহকারী শিক্ষক নার্গিস সুলতানা, রুমি রেগম খান, অনিতা রানী রায়, সাবিত্রি রানী রায়সহ শিক্ষার্থী ও অভিভাবকেরা।