বছরের শেষরাতে কুলাউড়ায় ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর কাছে ছুটে গেলেন ইউএনও
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২২, ৭:৪৭ অপরাহ্ণ
বছরের শেষরাতে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে মৌলভীবাজারের কুলাউড়ায় ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর মানুষের কাছে হাজির হলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী। তিনি শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ী এলাকায় অবস্থিত বেগুনছড়া খাসিয়া পুঞ্জির প্রায় অর্ধশত লোকদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। পাহাড়ি জনপদের লোকগুলো তীব্র শীতে কেমন আছেন তা স্ব চোখে দেখতে উপজেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা বছরের শেষ লগ্নে আত্মিক টানে ছুটে গেলেন পাহাড়ের কঠোর বাস্তবতার সাথে যুদ্ধ করা মানুষগুলোকে পাশে উপহার নিয়ে।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, কুলাউড়া এলজিইডি’র প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবীর, ডেইলী স্টারের সাংবাদিক মিন্টু দেশোয়ারা, সময়ের আলোর জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, কালের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, বিশিষ্ট ঠিকাদার কামরুল ইসলাম, বেগুনছড়া পুঞ্জির মন্ত্রী লেম্বুসহ আরো অনেকে।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া এই কম্বলগুলো ক্ষুদ্র নৃ-তাত্তি¡ক জনগোষ্ঠীর মানুষকে উপহার হিসেবে দেয়া হয়েছে। গত কয়েকদিন থেকে প্রচন্ড শীত পড়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় খাসি পল্লীগুলোতে বসবাসরত মানুষের শীতের কষ্ট কিছুটা লাঘব করতে তাদের কাছে কম্বল নিয়ে যান। তিনি জানান, পর্যায়ক্রমে কুলাউড়া উপজেলার অন্যান্য খাসি পুঞ্জির মানুষের মাঝে আরো কম্বল পৌঁছে দেওয়া হবে।