বড় স্ত্রীর সঙ্গেই বেশি ঘনিষ্ঠ স্বামী, ক্ষোভে গলা কাটলেন সতিন
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২২, ৬:৪৮ অপরাহ্ণ
চট্টগ্রামের সীতাকুণ্ডে সতিনের গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে সতিনের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। শুক্রবার ঐ উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতালের কোয়ার্টারে এ ঘটনা ঘটে।
নিহতের নাম শাহনাজ বেগম। আটক নারীর নাম সুলতানা বেগম। তারা দুজনই বক্ষব্যধি হাসপাতালের গাড়িচালক মোহাম্মদ আজিমের স্ত্রী।
স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে দেশীয় অস্ত্র দিয়ে শাহনাজ বেগমকে গলা কেটে হত্যা করেন সুলতানা বেগম। ঘটনার পর সুলতানাকে আটকে রেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও সুলতানাকে আটক করে।
সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ছোট স্ত্রীর চেয়ে বড় স্ত্রীর সঙ্গে বেশি সময় ঘনিষ্ঠ থাকতেন স্বামী আজিম। এ নিয়ে দুই স্ত্রীর মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। এরই জেরে শুক্রবার দুপুরে বড় স্ত্রীকে গলা কেটে হত্যা করেন ছোট স্ত্রী। খবর পেয়ে তাকে আটক করা হয়েছে। সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।