মৌলভীবাজার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২২, ৫:৩৬ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার জেলায় নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ করা হয়েছে। শনিবার (১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান শহরের আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলী আমজাদ সরকারি বালিকা বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ করেন৷
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আবদুল হক, উপজেলা নির্বাহী অফিসার, মৌলভীবাজার সদর সাবরীনা রহমান, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,প্রতিবছর ১ জানুয়ারি ‘বই উৎসব’র মধ্য দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। করোনা মহামারির কারণে এবারও বই উৎসব হচ্ছে না হলেও বই বিতরণ কর্মসূচির মাধ্যমে এ বছর সরকার ৪ কোটি ১৭ লাখ ২৬ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করবে। পাশাপাশি, ৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের (চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাদরী) শিশুদের মাঝে তাদের মাতৃভাষায় প্রকাশিত প্রাক-প্রাথমিক এবং প্রাথমিক পর্যায়ের বই বিতরণ করা হবে।