বছরজুড়ে হবিগঞ্জে অর্ধশতাধিক খুন
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২২, ৩:৩৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
বিষাদের একটা বছর পেরিয়ে নতুন বছরের অধ্যায় শুরু হযেছে।পুরাতন বছরের দুঃখ-কষ্ট ভুলে নতুন বছরকে রঙিন হয়ে উঠুক এমনটাই প্রত্যাশা। তবুও হবিগঞ্জে বিয়োগান্তক বছর হিসেবে দুঃসহ স্মৃতির পাতায় রয়ে গেল ২০২১।
বছরজুড়েই নিজেদের আধিপত্য ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটেছে অর্ধশতাধিক খুনের ঘটনা। বছরের সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে জেলার বানিয়াচং উপজেলায়। নিহতদের মধ্যে দু’পক্ষের সংঘর্ষে ৯ জন ও অন্যদের অধিকাংশেরই মরদেহ উদ্ধার হয় খুন করে ফেলে রাখার পর।
জানা য্য়, ২০২১ সালের জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত গণমাধ্যমে ৫০টি খুনের ঘটনার সংবাদ প্রকাশ হয়েছে। এছাড়া আরও কয়েকটি খুনের ঘটনা ঘটে, যেগুলোর সংবাদ প্রকাশ হয়নি।
জেলা পুলিশের সূত্র জানায়, এক বছরে হবিগঞ্জ সদরে ৬, লাখাইয়ে ৫, শায়েস্তাগঞ্জে ১, বানিয়াচংয়ে ১৩, আজমিরীগঞ্জে ২, নবীগঞ্জে ৬, বাহুবলে ৭, চুনারুঘাটে ৬ ও মাধবপুর উপজেলায় খুন হন ৪ জন। হত্যাকান্ডের শিকার ৫০ জনের মধ্যে ৩৪ জন পুরুষ ও ১৬ জন নারী। এদের ১৯ জনই তরুণ-তরুণী, রয়েছে শিশুও।
এগুলোর মধ্যে বেশি আলোচিত ছিল ছেলের হাতে মা, মায়ের হাতে শিশু সন্তান ও চাচার হাতে ভাতিজা খুনের ঘটনা।
হবিগঞ্জ জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, বেশিরভাগ ঘটনা ঘটেছে তুচ্ছ ঘটনা ও নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে।এগুলোর মধ্যে পারিবারিক এবং গ্রাম্য সংঘর্ষ রয়েছে। তবে গত বছরের তুলনায় এবার খুনের ঘটনা অনেকটা কমে এসেছে। আগামীতে আরও কমানোর জন্য পুলিশ কাজ করছে।