স্বাস্থ্যকর্মী সাইফুল হত্যার ঘটনায় ৫৫ ঘণ্টা পর মামলা
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২১, ১১:২৬ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. সাইফুল ইসলামকে পিটিয়ে হত্যার ৫৫ ঘণ্টা পর অবশেষে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাত ১১টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত সাইফুল ইসলামের বোন লুৎফুন্নেছা শেফু।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী। তিনি জানান, অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলাটি দায়ের করেছেন নিহত সাইফুলের বোন।
তিনি জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তার করতে মাঠে কাজ করছে পুলিশ, পিবিআই, সিআইডিসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা হবে।
গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শহরের টাউন হল এলাকায় জুনিয়র হাইস্কুল অ্যান্ড কলেজের প্রবেশ মুখে সাইফুল প্রকাশ্যে দিবালোকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঘাতকদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও কর্মবিরতিসহ নানান কর্মসূচি পালন করছে সদর হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়াও ৪৮ ঘণ্টার ভেতর ঘাতকদের গ্রেপ্তার করতে না পারলে পুরো সিলেট বিভাগে স্বাস্থ্যসেবা বন্ধের হুশিয়ারি দেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিমাংশু লাল দাশ।
নিহত সাইফুল ইসলাম মাধবপুর উপজেলার মনতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে। সাইফুল দীর্ঘদিন ধরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ল্যাব টেকনোলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন।