পরীক্ষার্থী মেয়েকে নিয়ে ফেরা হলো না মায়ের
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২১, ১১:১৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
কলেজের সামনের মেয়ের জন্য অপেক্ষা করছিলেন মোছাঃ রানু বেগম (৪৪)। কিন্তু মেয়েকে নিয়ে ফেরা হলো না তার। ঘটনাটি ঘটে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায়। মোটরসাইকেল চাপায় গুরুতর আহত এই মা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় পৌর শহরের মহিলা কলেজ গেইটের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। এসময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রানু উপজেলার সালটিয়া গ্রামের মৃত মোঃ মমিন খানের স্ত্রী। তিনি বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এইচএসসি পরীক্ষার্থী মেয়েকে নিয়ে মহিলা ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্রে যান।
পরীক্ষা শুরুর পর মেয়ের জন্য তিনি কেন্দ্রের বাইরে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। বেলা ১১টার দিকে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে খবর পেয়ে স্বজনরা এসে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, এ ব্যাপারে আমাদের কাছে কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।