এমপি হাবিবের কটাক্ষপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জগন্নাথপুরে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২১, ৬:০৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান জগন্নাথপুর উপজেলাবাসীকে কটাক্ষ করে কথা বলায় তীব্র নিন্দা জানিয়ে এবং তার বক্তব্য প্রত্যাহার করে অতিসত্বর জগন্নাথপুরবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে উপজেলার সচেতন নাগরিকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জগন্নাথপুর পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর।
পৌর যুবলীগের আহবায়ক আকমল হোসেন ভূঁইয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রবীণ আইনজীবী এডভোকেট জিয়াউর রহিম শাহীন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম লাল, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিক, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, পৌর কাউন্সিলর কামাল হোসেন, আওয়ামীলীগ নেতৃ সুফিয়া খানম সাথী, দৈনিক প্রথম আলো জগন্নাথপুর প্রতিনিধি- সাংবাদিক অমিত দেব, ফেয়ার ফেস এর সমন্বয়ক শামীম আহমেদ, ছাত্রদল নেতা মামুন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন- সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, বাংলাটিভি প্রতিনিধি গোবিন্দ দেব, জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুর রহমান জিলু, সহ সভাপতি ইকবাল হোসাইন, যুবলীগ নেতা সাফরোজ ইসলাম রুনু প্রমুখ।
বক্তারা বলেন- সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব জগন্নাথপুর তথা সুনামগঞ্জবাসীকে নিয়ে তার ব্যবহৃত ফেসবুক লাইভে কটাক্ষ করে কথা বলে যে বক্তব্য দিয়েছেন, তাতে দেশ বিদেশে অবস্থানরত জগন্নাথপুর উপজেলা বাসীর হৃদয়ে রক্তক্ষরণের সৃষ্টি হয়েছে। অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহার করে জগন্নাথপুর তথা সুনামগঞ্জবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করার আহবান জানান তারা।
প্রসঙ্গত, গত ৪ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসদ সদস্য হাবিবের বিরুদ্ধে ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে এ ক্ষোভের সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা গেছে, এক দরিদ্র নারী সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমানের সঙ্গে দেখা করে একটি ঘরের আবেদন করলে তিনি ওই নারীকে তার বাড়ি কোথায় জিজ্ঞেস করেন। এসময় ওই নারী তার বাড়ি সিলামে বলে জানান। এসময় সাংসদ হাবিবুর রহমান তাঁর বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর নয়তো বলে কটাক্ষ করেন। এসময় ওই নারী তিনি এরকম নন বলতে শোনা যায়। এরপর থেকে জগন্নাথপুর উপজেলাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।