কমলগঞ্জে গাঁজা সহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২১, ১২:০৪ পূর্বাহ্ণ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে র্যাব-৯ এর অভিযানে ৬ কেজি গাঁজাসহ আব্দুল রহিম ভুট্রো (৪১) নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার রাত সাড়ে নয়টায় র্যাব গাজাসহ তাকে আটক করে। আটক আব্দুল রহিম ভুট্রো উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইনের ইয়াকুব মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ পৌরসভা ভানুগাছ চৌমুহনায় তাজ ভেরাইটিজ স্টোর এর সামনে থেকে পলিথিনের বেগে করে ৬ কেজি গাঁজা পাচার করার সময় তাকে আটক করা হয়। উদ্ধারকৃত গাজা ও আটককৃত আসামীকে রাতে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক আইনে থানায় মামলা দায়েরের পর আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।