অটোরিকশার দখলে সুনামগঞ্জ শহর
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২১, ১:১৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সুনামগঞ্জ শহরে ব্যাটারিচালিত ঝুঁকিপূর্ণ তিন চাকার অটোরিকশা বেড়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকাসহ প্রতিটি গলিতেই এখন এসব রিকশা চলছে। দুর্ঘটনার আশঙ্কা থাকলেও অল্প শ্রম ও কম সময়ে আয় বেশি হওয়ায় চাহিদা বাড়ছে এসব ব্যাটারিচালিত রিকশার।
২২ দশমিক ১৭ বর্গকিলোমিটারের সুনামগঞ্জ পৌর শহরে যানবাহনের সংখ্যা বেড়েই চলেছে। এর সঙ্গে যোগ হয়েছে ব্যাটারিচালিত তিন চাকার রিকশা। মাস তিনেক আগেও শহরে এ ধরনের রিকশা না থাকলেও, এখন প্রায় সাড়ে তিনশ’ ব্যাটারিচালিত রিকশা দাপিয়ে বেড়াচ্ছে সড়ক।
স্থানীয় এক যুবক বলেন, যেদিকেই তাকাবেন দেখবেন শুধু অটোরিকশা। এসব অটোরিকশার কারণে বেড়েছেও দুর্ঘটনা।
সাধারণ রিকশার চেয়ে এর গতি প্রায় ৩ গুণ বেশি। ফলে অতিরিক্ত গতির কারণে ভারসাম্য হারিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
সনাতনি রিকশার এক চালক বলেন, অটোরিকশার অনেক গতি। হঠাৎ যদি সামনে একটা গাড়ি আসে সে ব্রেক করতে পারবে না।
কষ্ট কম হওয়ায় ব্যাটারিচালিত রিকশা বেছে নেয়ার কথা জানান চালকরা।
ব্যাটারিচালিত এক রিকশাচালক বলেন, আমার এক হাতে সমস্যা। এ রিকশা আসায় আমার জান বেঁচেছে। আমরা বাচ্চা-কাচ্চা নিয়ে খেতে পারছি।
তবে, শহরে তিনশ’ থেকে সাড়ে তিনশ’ ব্যাটারিচালিত রিকশা চললেও কোনোটিরই নেই নিবন্ধন।
সুনামগঞ্জ ব্যাটারিচালিত রিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আসকর আলী বলেন, অনেকে প্রতিবন্ধী, চলতে পারেনা, অনেকেই আছেন বৃদ্ধ। তাদের জন্য এই রিকশাগুলো। যা চালিয়ে তারা জীবিকা নির্বাহ করতে পারছে।
সুনামগঞ্জের পৌর মেয়র নাদের বখত বলেন, ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে নানা ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। দুর্ঘটনার আশঙ্কা বেশি থাকায় বাহনটাকে অনুমোদন দেওয়ার কোনো সুযোগ নেই।