সিলেটে শেয়াল ধরার ফাঁদে মেছোবাঘ
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২১, ১২:৫৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট শহরতলির দলইপাড়ায় ফাঁদ পেতে একটি মেছোবাঘ ধরা হয়েছে। শেয়ালের জন্য পাতা ফাঁদে এ প্রাণীটি ধরা পড়ে। এ খবরে শনিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে উৎসুক লোকজন ভিড় করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এলাকার আদিবাসী নেতা গৌরাঙ্গ পাত্র সিলেট নগরের পরিবেশকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। পরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম মেছোবাঘটি অবমুক্তের জন্য বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীকে জানান। তিনি শনিবার বিকেলে বন বিভাগের একটি উদ্ধারকারী দল পাঠান।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বলেন, সিলেট শহরতলির দলই পাড়া গ্রামের দূর্গাবাবুর বাড়ির শেয়াল মোরগ খেয়ে ফেলে। তাই শেয়াল ধরার জন্য ওই বাড়ির লোকজন একটি লোহার খাঁচায় ফাঁদ পাতেন। শুক্রবার রাতে পাতা ফাঁদে একটি মেছোবাঘ আটক হয়। খবর পেয়ে বনবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে বাঘটি উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে।
বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জাগো নিউজকে বলেন, শনিবার সন্ধ্যার দিকে বাঘটি বন বিভাগ খাদিম জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।