মিশিগানে বাম’র ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২১, ১১:৫১ পূর্বাহ্ণ
স্পোর্টস ডেস্ক:
মিশিগান অঙ্গরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত ওয়ারেনে ফুটবল (সকার) টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী এই টুর্নামেন্ট ওয়ারেনের এথলেটিক স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগানের ( বাম ) আয়োজিত পাঁচ দলের অংশগ্রহণের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ক্রস কন্ট্রোল সকার দল। ফাইনালে আরেকদল টারমিনেটরের মুখোমুখি হয়ে শিরোপা অর্জন করে দলটি। দিনব্যাপী এই টুর্নামেন্টে মিশিগানের বাংলাদেশী আমেরিকান কমিউনিটির ব্যক্তিবর্গে ও বামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা শেষে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে তুলে দেয়া হয় আকর্ষণীয় ট্রপিসহ ম্যাচ সেরা অনেক পুরস্কার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বামের ভারপ্রাপ্ত সচিব সুমন কবীরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ এন ইসলাম শামীম, কোষাধ্যক্ষ জসীম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মুকিত, লিটন সূত্রধর, উপদেষ্টা খাজা শাহাব আহমেদ, ফয়সাল আহমেদ , আজীজ চৌধুরী। বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন মিশিগানের ক্রীড়া ব্যাক্তিত্ব ইমরান আহমেদ, কাসিম আহমেদ, দুলাল আহমেদ, মুস্তফা আহমেদ,নাজমুল চৌধুরী, জাকারিয়া জুবের।
টুর্নামেন্ট সফল করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাম’র নেতৃবৃন্দ বলেন, বেশ উন্মাদনা-উত্তেজনায় পুরোদিনব্যাপী আয়োজিত এ খেলা বেশ উৎসবমুখর ছিল। প্রতিবছরজুড়ে খেলাধুলার প্রতি উৎসাহ বাড়াতে বামের অংশগ্রহণ থাকবে বলে আশ্বাস দেন বক্তারা।