মৌলভীবাজার সদর উপজেলায় দু’টিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২১, ১১:৫৮ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ২০টি ইউনিয়নে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ। চতুর্থধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নে নৌকা প্রার্থী মো: আখতার উদ্দিন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
অপরদিকে, মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. তাজুল ইসলাম (তাজ) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলে জানা গেছে।
মোস্তফাপুর ইউনিয়মে চেয়ারম্যান পদে লড়েছেন মো. আব্দুর রহিম (স্বতন্ত্র), মো. তাজুল ইসলাম, (স্বতন্ত্র) তোফায়েল আহমেদ (স্বতন্ত্র), মো. খসরু আহমেদ (আওয়ামী লীগ)।
এছাড়া মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) মো. আবু সুফিয়ান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় পোলিং এজেন্টদের কাছ থেকে পাওয়া তথ্যমতে, মো. আবু সুফিয়ান পেয়েছেন ৭ হাজার ৯৩৫ টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র শাহ গিয়াস উদ্দিন পেয়েছেন ২ হাজার ৯৯ ভোট।