জুড়ী উপজেলার ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহন
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২১, ১১:৫৪ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় দ্বিতীয় ধাপে গত ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ টি ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২৬ ডিসেম্বর সকালে মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ডিডিএলজি মল্লিকা দে এর উপস্থাপনায় সদর জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান আনফর আলী, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুহেল, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাগরনাল ইউপি চেয়ারম্যান আব্দুর নুরকে শপথ বাক্স পাঠ করান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ শেষে জুড়ী উপজেলার ৫টি ইউনিয়নের ইউপির সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের কে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা শপথ বাক্য পাঠ করিয়েছেন।