বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের ৫৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২১, ১১:৫২ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের ৫৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৬ ডিসেম্বর সকাল ১১ টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা পরিষদ অডিটরিয়ামে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চিপ হুইপ, জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের পরিচালনায় ওই সভা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়,অফিসার ইনচার্জ (ওসি)মো.শামীম আর রশীদ তালুকদার, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আকরাম খান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের বিভাগীয় শ্রম দফতরের উপপরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম,বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মো. জাকারিয়া।
সাধারণ সভায় সংগঠনের কোষাধ্যক্ষ মো. আমিনুর রহমান আমিন ২০২১ অথর্ বছরের আয়-ব্যয়ের হিসাব দেন এবং ২০২২ সালের বাজেট পেশ করেন। চা বাগানের কর্মরত কর্মচারীদের একমাত্র সংগঠন বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের দেশের ১৬৬ চা বাগান থেকে আগত সহস্রাধিক সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।