মৌলভীবাজার ও রাজনগরের ২০টি ইউনিয়নে শান্তিপূর্ণ নির্বাচন চলছে
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২১, ১:২০ অপরাহ্ণ
উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার ১২ টি ও রাজনগর উপজেলার ৮ ইউনিয়নে রোববার (২৬ ডিসেম্বর) সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে। জেলা জুড়ে কনকনে শীতের কারণে শুরুতে কেন্দ্র গুলোতে ভোটারের উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সাথে ভোটারের উপস্থিতি বাড়তে শুরু করে।
২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে মৌলভীবাজার সদর উপজেলায় ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬১ জন, সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে ৫৬৯ প্রতিদ্বন্ধিতা করছেন। অপরদিকে রাজনগর উপজেলায় ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৩ জন, সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে ৪২০ জন প্রতিদ্বন্ধিতা করছেন। ২০ ইউনিয়নে মোট প্রার্থী সংখ্যা ১০৮৩ জন।৯ জন ও রাজনগর উপজেলার ৮ ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৭০১ জন। মোট কেন্দ্র সংখ্যা রয়েছে ১৯১টি।
শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত রয়েছে। এছাড়া র্যাব, বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে নির্বাচনী এলাকায়। তার সাথে রয়েছে বিচারিক ও নির্বাহী ম্যাজিষ্টেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রনে মাঠে কাজ করছেন বলে জেলা প্রশাসক জানান।