সিলেটে চলছে ভোটযুদ্ধ, কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২১, ১২:৪৪ অপরাহ্ণ
চতুর্থ ধাপে সিলেটের ২১ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টায় এসব ইউনিয়নে ভোটগগ্রহণ শুরু হয়েছে, একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
শীত উপেক্ষা করে ভোট দিতে আসছেন ভোটাররা। তবে সকালের দিকে উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে। সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে ভোটারদের লাইন। নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছেন।
আজ চতুর্থধাপে সিলেট জেলার যে ২১ টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে- গোলাপগঞ্জ উপজেলার বাঘা, গোলাপগঞ্জ, ফুলবাড়ি, লক্ষ্মীপাশা, বুধবারিবাজার, ঢাকা দক্ষিণ, লক্ষণাবন্দ, ভাদেশ্বর, পশ্চিম আমুড়া, উত্তর বাদেপাশা, শরীফগঞ্জ ইউনিয়ন ও বিয়ানীবাজার উপজেলার আলীনগর, চারখাই, দুবাগ, শেওলা, কুড়ারবাজার, মাতিউরা, তিলপাড়া, মুল্লাপুর, মুড়িয়া, লাওতা ইউনিয়ন।
নির্বাচন কমিশন সূত্র জানা গেছে, যেসকল ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সেসব ইউনিয়নের প্রতিটি উপজেলার জন্য নির্ধারিত ৪ জন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এর বাইরেও কোথাও দুইজন, কোথাও তিনজন, এমনকি কোথাও পাঁচজন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রয়েছেন।
এছাড়া প্রতিটি কেন্দ্রে মোতায়েন করা হয়েছে পুলিশ, আনসার, অঙ্গীভূত আনসারের ২২ জনের ফোর্স। পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের একটি করে টিম প্রতি ইউপিতে মোবাইল ফোর্স হিসেবে এবং প্রতি তিনটি ইউপির জন্য একটি করে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রয়েছে। প্রতি উপজেলায় র্যাবের থাকবে দুটি মোবাইল টিম ও একটি স্ট্রাইকিং টিম, প্রতি উপজেলায় বিজিবির দুই প্লাটুন সদস্য থাকছে মোবাইল টিম হিসেবে। আর এক প্লাটুন নিয়োজিত রয়েছে স্ট্রাইকিং ফোর্স হিসেবে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, প্রতিটি ভোটকেন্দ্রে সর্তকাবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটরদের উপস্থিতিও লক্ষণীয়। নির্বাচনকে কেন্দ্র করে মাঠে রয়েছেন ম্যাজিস্ট্রেটের টিম। এ ছাড়া ভোটকেন্দ্রের দায়িত্বে রয়েছেন বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা।
সিলেট জেলার সিনিয়র নির্বাচন অফিসার আব্দুস শুক্কুর মাহমুদ বলেন, ভোটে কারও কোনও অবহেলা মেনে নেওয়া হবে না। সকাল থেকে এ পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, সিলেট জেলার মধ্যে গোলাপগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে ৯৯ কেন্দ্রে ৫৪২ বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১০ ইউপিতে চেয়ারম্যান পদে ৫৩ জন, সংরক্ষিত সদস্য পদে ৮৫ জন এবং সাধারণ সদস্য পদে ৩৮৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউপির ৯৫ কেন্দ্রে ৪২৫ বুথে ভোট গ্রহণ করা হবে। এ উপজেলায় ১০ ইউপিতে চেয়ারম্যান পদে ৪৪ জন, সংরক্ষিত সদস্য পদে ৭৫ এবং সাধারণ সদস্য পদে ৩৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।