অগ্নি-বীণা প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২১ এর ফল প্রকাশ
প্রকাশিত হয়েছে : ১০:২১:৩৮,অপরাহ্ন ২৫ ডিসেম্বর ২০২১
নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন অগ্নি-বীণা ছাত্র ও সমাজ কল্যান সমিতির প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২১ এর ফল প্রকাশ করা হয়েছে।
আজ শনিবার (২৫ডিসেম্বর) অগ্নি-বীণা ছাত্র ও সমাজ কল্যান সমিতি কর্তৃক আয়োজিত (মরহুম হাজী আমিনুজ্জামান নাহার মিয়া স্মরণে নিজাম উদ্দীন প্রদত্ত) অগ্নি-বিনা প্রাথমিক বৃত্তি ও (মরহুম আব্দুল ওয়াহাব চৌঃ ছুফি মিয়া স্মরণে সাদ চৌঃ প্রদত্ত) অগ্নি-বীণা জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
মরহুম হাজী আমিনুজ্জামান নাহার মিয়া স্মরনে নিজাম উদ্দিন প্রদত্ত অগ্নি-বীণা প্রাথমিক বৃত্তির ফলাফল নিচে দেওয়া হলঃ-
ট্যালেন্টপুল গ্রেডঃ
সৌরভ দাস উৎস (উদয়ন কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র স্কুল), পার্বন দাস পর্ব (উদয়ন কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র স্কুল), মুহতাসিন কবির সাদ (খাদিমপুর কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র স্কুল), অর্জুন লাল ভৌমিক (উদয়ন কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র স্কুল), আফরিন জাহান অধরা (গোয়ালাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়)।
সাধারণ গ্রেডঃ
মালিহা তালুকদার (উদয়ন কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র স্কুল), আব্দুল মুহিত (গোয়ালাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়), মাহদী রহমান চৌধুরী (খাদিমপুর কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র স্কুল), দীপাংশু দেব দৃশ্য (উদয়ন কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র স্কুল), প্রজ্ঞা দেব (উদয়ন কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র স্কুল), তমা দে (খাদিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়), দিগন্ত দাস দিব্য (উদয়ন কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র স্কুল), পৃথা দেবনাথ (উদয়ন কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র স্কুল), মেহনাজ তাবাচ্ছুম ইশা (গোয়ালাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়), তাহমিদ আহমদ রাহী (প্রথমপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়), চৈতী রানী ভৌমিক (গোয়ালাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়), দেবশ্রী রানী পাল (গোয়ালাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়), সেবি সিনহা (উদয়ন কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র স্কুল), আফসানা আলম রিপা ( লাল কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়), রিসব দেব ( লাল কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়)।
মরহুম আব্দুল ওয়াহাব চৌধুরী ছুফি মিয়া স্মরনে সাদ চৌধুরী প্রদত্ত অগ্নি-বীণা জুনিয়র বৃত্তির ফলাফল নিচে দেওয়া হলঃ-
ট্যালেন্টপুল গ্রেডঃ
মোঃ আশরাফুল ইসলাম আবীর (গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়), তানভীর জাহান মিম (উদয়ন কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র স্কুল), মোঃ ইফাত ইসলাম (মঙ্গল চন্ডী নিশিকান্ত সরকারী মডেল কলেজ), বিলাশ তালুকদার (সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়), নিশাত রহমান (উদয়ন কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র স্কুল)।
সাধারণ গ্রেডঃ
আনতারা নূরেন চৌধূরী তাবিয়া (মোহাম্মদ নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়), মোঃ মাহফুজ হোসেন (শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয়), মোঃ মুস্তাকিন আহমদ (খাদিমপুর নছিব উল্লাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়), গুলে জান্নাত ফাহিমা (মোহাম্মদ নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়), অপু তালুকদার (ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ), প্রীয়ন্তী দেবনাথ (গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়), শাশ্বত সেন (গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়), সৌরভ দেব (গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়), সাদিয়া আক্তার হালিমা (সিকন্দরপুর আলহাজ্ব আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয়), সামিয়া তাবাসুম সাথী (উদয়ন কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র স্কুল)।
উল্লেখ্য যে, অগ্নি-বীণা বিগত তিন দশক ধরে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে তার মধ্যে প্রাথমিক ও জুনিয়র বৃত্তি ছাড়াও রয়েছে, মরহুম আমজদ আলী ট্রাস্ট এবং এম জি রব্বানী সোহেল প্রদত্ত অগ্নি-বীণা কলেজ মেধাবৃত্তি এবং হাজী জমশেদ উল্লা স্মরনে আলহাজ্ব মখদ্দুছ মিয়া প্রদত্ত অগ্নি-বীণা মাদ্রাসা মেধাবৃত্তি নামে আরো দুইটি বৃত্তি নেওয়া হয়।