মৌলভীবাজারে আসছে জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২১, ২:২৮ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
‘বিজয়ের অগ্রযাত্রায় পঞ্চাশ বছরে বাংলাদেশ’ উদযাপন করতে মৌলভীবাজারে আসছে জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে এবং দি মৌলভীবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সার্বিক সহযোগিতায় মৌলভীবাজারে মঞ্চ কাঁপাবে চিরকুট ব্যান্ড।
আগামী ২৮ ডিসেম্বর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে এ আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
এছাড়াও এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মৌলভীবাজার-হবিগঞ্জ আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজারের পৌর মেয়র ফজলুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। আর সঞ্চালনায় থাকবেন দি মৌলভীবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন।