রাজনগর প্রতিপক্ষের হামলায় এক সমর্থক আহত
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২১, ২:৫১ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নে এক মেম্বার প্রার্থীর সমর্থককে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে আহত করেছে তার নাম দুলন মিয়া (২৭) । সে মনসুরনগর ইউনিয়নের কদমহাটা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মুনাইম কবির (মোরগ মার্কা) ও শামীম আহমদ (ফুটবল) এ দু’জন প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বদ্ধিতা রয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে শামীম আহমদের সমর্থক দুলন মিয়া (২৭) কদমহাটা বাজারে ঔষধ ক্রয়ের জন্য যায়। এসময় ওঁৎ পেতে থাকা মুনাইম কবিরের লোকজন তার উপর হামলা চালায়।
গুরুত্বর আহত অবস্থায় দুলনকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে তার অবস্থার অবনতি ঘটে। পরে সেখান থেকে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রার্থী মুনাইম কবির জানান এটা সাজানো ঘটনা আমার জনপ্রিয়তা নষ্ট করার জন্য ঘটানো হয়েছে।
শামীম আহমদ জানান, মুনাইম কবির ইতোমধ্যে আমার কর্মি সমর্থকদের হুমকী ধামকি দিয়ে আসছে। আমার বিজয় ঠেকানোর জন্য একজন নিবেদিত প্রাণ কর্মিকে পরিকল্পিত ভাবে মারাতœক আহত করা হয়েছে
রাজনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফরিদ উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায় এখনো কোন অভিযোগ আসেনি। মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।