সুগন্ধা নদীর পাড়ে স্বজনদের মাতম
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২১, ২:২৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ঝালকাঠির সুগন্ধা নদীর তীরে ভিড় করছেন এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত ও নিখোঁজদের স্বজনরা। প্রিয়জনকে হারিয়ে অনেকে বিলাপ করছেন। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। অনেকে নিখোঁজ স্বজনদের ছবি নিয়ে এসেছেন।
নদীর তীরে আসা আমেনা খাতুন নামে এক নারী জানান, তার ভাই ঢাকা থেকে এ লঞ্চে করে রওনা দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাচ্ছি না। আমার ভাইয়ের সন্ধান চাই।
আজ ভোর রাত তিনটার দিকে ঝালকাঠি সদরের দিয়াকুল গ্রামের কাছে সুগন্ধা নদীতে লঞ্চটিতে আগুন লেগে যায়। লঞ্চটিতে প্রায় পাঁচ শতাধিক যাত্রী ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত লঞ্চটি থেকে ৩৬ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ বাহিনী।
এ ঘটনায় দগ্ধ প্রায় ৭৫ জনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ঝালকাঠি সদর হাসপাতালে আরও ১৫ জনকে ভর্তি করা হয়েছে।