শপথ নিলেন সিলেটের ৯ ইউপি চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২১, ৭:২৩ অপরাহ্ণ
সিলেটের সদর ও কোম্পানীগঞ্জ উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণকারী ইউপি চেয়ারম্যানরা হলেন- সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ ইছাহাক, হাটখোলার রফিকুজ্জামান, মোগলগাঁওয়ের মো. হিরন মিয়া ও কান্দিগাঁওয়ের মো. আব্দুল মনাফ, কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর আলম, তেলিখালের কাজী আব্দুল আদুদ আলফু, ইছাকলসের মো. সাজ্জাদুর রহমান সাজু, উত্তর রণিখাইয়ের মো. ফয়জুর রহমান ও দক্ষিণ রণিখাইয়ের মো. ইকবাল হুসেন ইমাদ।
শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপ-পরিচালক মামুনুর রশীদসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।