হাকালুকি হাওরে জলবায়ু পরিবর্তনে পরিবেশ অধিদপ্তরের ইবিএ প্রকল্পের শুরু
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২১, ৭:১৫ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নে এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকিতে অভিযোজনে ইকোসিস্টেম ভিত্তিক পন্থা (ইবিএ) নামক একটি প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে এক কারিগরি পরামর্শ সভায় প্রকল্পের বিস্তারিত কার্যক্রম তুলে ধরা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও ইবিএ প্রকল্প পরিচালক ড. সোহরাব আলী প্রকল্পের মুল প্রবন্ধ উপস্থাপন করেন। কুলাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইবিএ প্রকল্পের আন্তর্জাতিক কারিগরি উপদেষ্টা ও সাবেক সচিব ড. জহুরুল করিম, সাবেক অতিরিক্ত সচিব ও প্রকল্প ব্যবস্থাপক মো. মোজাহেদ হোসেন। আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমেন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, ডেইলি স্টার প্রতিনিধি মিন্টু দেশোয়ারা প্রমুখ।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও ইবিএ প্রকল্প পরিচালক ড. সোহরাব আলী জানান, এই প্রকল্পটি মুলত বাংলাদেশে প্রথম। প্রকল্পটি বরেন্দ্র অঞ্চল ও হাকালুকি হাওরে বাস্তবায়ন হবে। ৪ বছর মেয়াদি এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে সাড়ে ৪২ কোটি টাকা।
হাকালুকি হাওর তীরের মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুড়ী ও বড়লেখা এবং সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন হবে। ৬টি বিল খনন করে তাতে মাছের অভয়াশ্রম গড়ে তোলা হবে।
হাওরের সাথে সংযুক্ত ৩টি নদী খনন, ১৮টি পুকুর খনন ও সোয়াম ফরেস্ট (জলাবন) গড়ে তোলা হবে। মুলত হাওরের উদ্ভিদ, মাছ ও প্রাণীর আবাস্থল সংরক্ষণ ও খাদ্যের যোগান বৃদ্ধি, হাওরের জলজবন ব্যবস্থাপনা করে জীববৈচিত্র্য সংরক্ষণ করা। টেকসই কৃষি এবং বন ব্যবস্থাপনা করা এবং হাওর তীরের দরিদ্র জনগোষ্ঠীর জীবন জীবিকা শক্তিশালী করা।
প্রকল্পের আন্তর্জাতিক কারিগরি উপদেষ্টা ও সাবেক সচিব ড. জহুরুল করিম বলেন, যেখানে উন্নয়ন হয়েছে, সেখানেই সবচেয়ে বেশি পরিবেশের ক্ষতি হয়েছে। মৌলভীবাজারে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে, এজন্য প্রকল্পের জন্য এ জেলাকেই বেছে নিতে হয়েছে।